সোনার তরী

দেখিতে   পাইব ব্যোমে মহাকাল

ছন্দে ছন্দে বাজাইছে তাল,

দশ দিক্‌বধূ খুলি কেশজাল

         নাচে দশ দিক হতে। '

এতেক বলিয়া ক্ষণপরে কবি

করুণ কথায় প্রকাশিল ছবি

পুণ্যকাহিনী রঘুকুলরবি

রাঘবের ইতিহাস —

অসহ দুঃখ সহি নিরবধি

কেমনে জনম গিয়েছে দগধি,

জীবনের শেষ দিবস অবধি

       অসীম নিরাশ্বাস।

কহিল, ‘ বারেক ভাবি দেখো মনে

সেই এক দিন কেটেছে কেমনে

যেদিন মলিন বাকল-বসনে

       চলিলা বনের পথে —

ভাই লক্ষ্মণ বয়স নবীন,

ম্লানছায়াসম বিষাদ-বিলীন

নববধূ সীতা আভরণহীন

       উঠিলা বিদায়-রথে।

রাজপুরীমাঝে উঠে হাহাকার,

প্রজা কাঁদিতেছে পথে সারে সার —

এমন বজ্র কখনো কি আর

       পড়েছে এমন ঘরে!

অভিষেক হবে, উৎসবে তার

আনন্দময় ছিল চারি ধার

মঙ্গলদীপ নিবিয়া আঁধার

       শুধু নিমেষের ঝড়ে।

আর-একদিন, ভেবে দেখো মনে,

যেদিন শ্রীরাম লয়ে লক্ষ্মণে

ফিরিয়া নিভৃত কুটির-ভবনে

       দেখিলা জানকী নাহি —