সোনার তরী

নামাবলী গায়ে বৈষ্ণবরূপে

যখন সে আসি প্রণমিল ভূপে,

মন্ত্রী রাজারে অতি চুপে চুপে

         কী করিল নিবেদন।

অমনি আদেশ হইল রাজার,

‘ দেহো এঁরে টাকা পঞ্চ হাজার। '

‘ সাধু সাধু ' কহে সভার মাঝার

         যত সভাসদজন।

পুলক প্রকাশে সবার গাত্রে,

‘ এ-যে দান ইহা যোগ্য পাত্রে,

দেশের আবালবনিতা-মাত্রে

         ইথে না মানিবে দ্বেষ। '

সাধু নুয়ে পড়ে নম্রতাভরে,

দেখি সভাজন ' আহা আহা ' করে,

মন্ত্রীর শুধু জাগিল অধরে

ঈষৎ হাস্যলেশ।

  আসে গুটি গুটি বৈয়াকরণ

ধূলি-ভরা দুটি লইয়া চরণ

চিহ্নিত করি রাজাস্তরণ

       পবিত্র পদপঙ্কে।

ললাটে বিন্দু বিন্দু ঘর্ম,

বলি-অঙ্কিত শিথিল চর্ম,

প্রখরমূর্তি অগ্নিশর্ম,

       ছাত্র মরে আতঙ্কে।

কোনো দিকে কোনো লক্ষ না ক ' রে

পড়ি গেল শ্লোক বিকট হাঁ ক ' রে,

মটর-কড়াই মিশায়ে কাঁকরে

       চিবাইল যেন দাঁতে।

কেহ তার নাহি বুঝে আগুপিছু,

সবে বসি থাকে মাথা করি নিচু ;