কড়ি ও কোমল

          জমির বাস্তে কাজিয়ে! '

     বৃষ্টি পড়ে চিঠি না পাই,

     মনটা নিয়ে ততই হাঁপাই ,

শূন্যে চেয়ে ততই ভাবি

          সকলি ভোজ-বাজি এ!

ফিলজফি মনের মধ্যে

            ততই ওঠে গাঁজিয়ে!

 

দূর হোক গে, এত কথা

          কেনই বলি তোমাকে!

ভরা নায়ে পা দিয়েছ,

          আছ তুমি দেমাকে!

 

               ---

 

তোমার সঙ্গে আর কথা না,

          তুমি এখন লোকটা মস্ত,

কাজ কি বাপু, এইখেনেতেই

          রবীন্দ্রনাথ হলেন অস্ত।


জন্মতিথির উপহার

         একটি কাঠের বাক্স

     শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু

 

স্নেহ-উপহার এনেছি রে দিতে

          লিখেও এনেছি দু-তিন ছত্তর।

দিতে কত কী যে সাধ যায় তোরে

          দেবার মতো নেই জিনিস-পত্তর!

টাকাকড়িগুলো ট্যাঁকশালে আছে

          ব্যাঙ্কে আছে সব জমা,

ট্যাঁকে আছে খালি গোটা দুত্তিন,