কড়ি ও কোমল

          একলা তোমার ‘ রব্‌-কা ' যে!

পোড়ারমুখী তাও হবে না

          আলিস্যি তোর সব কাজে!

ঝগড়াটে নয় স্বভাব আমার

          নইলে দেখতে কারখানা,

গলার চোটে আকাশ ফেটে

          হয়ে যেত চারখানা,

বাছা আমার দেখতে পেতে

          এই কলমের ধারখানা!

 

 

তোমার মতো এমনি মা তো

          দেখি নি এ বঙ্গে গো,

মায়া দয়া যা-কিছু সে

          যদিন থাকে সঙ্গে গো!

চোখের আড়াল প্রাণের আড়াল

          কেমনতরো ঢঙ এ গো!

তোমার প্রাণ যে পাষাণ-সম

          জানি সেটা Long ago!

 

সংসারে যে সবি মায়া

          সেটা নেহাত গল্প না!

বাইরেতে এক ভিতরে এক

          এ যেন কার খল-পনা!

সত্যি বলে যেটা দেখি

          সেটা আমার কল্পনা!

ভেবে একবার দেখো বাছা

          ফিলজফি অল্প না!

 

মস্ত একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ

          কে রেখেছে সাজিয়ে

যা করি তা কেবল ‘ থোড়া