কড়ি ও কোমল

পড়াশুনো করো, ছাড়ো

          শাস্ত্র আষাঢ়ে,

মেজে ঘষে তোল্‌ রে বাপু

          স্বভাব চাষাড়ে।

                   (ও দামু ও চামু!)

 

ভদ্রলোকের মান রেখে চল্‌

          ভদ্র বলবে তোকে,

মুখ ছুটোলে কুলশীলটা

          জেনে ফেলবে লোকে!

                   (হায় দামু হায় চামু!)

 

পয়সা চাও তো পয়সা দেব

          থাকো সাধুপথে,

তাবচ্চ শোভতে কেউ কেউ

          যাবৎ ন ভাষতে!

                    (হে দামু হে চামু!)