স্ফুলিঙ্গ
যখন ডাকি দেয় সে ফাঁকি—
        পালায় ঘোমটা টানি।

 

   ২২৮

 

শেষ বসন্তরাত্রে
     যৌবনরস রিক্ত করিনু
           বিরহবেদনপাত্রে।

 

   ২২৯

 

শ্যামলঘন বকুলবন-
     ছায়ে ছায়ে

যেন কী সুর বাজে মধুর
     পায়ে পায়ে।

 

   ২৩০

 

শ্রাবণের কালো ছায়া
        নেমে আসে তমালের বনে
যেন দিক্‌ললনার
        গলিত-কাজল-বরিষনে।

 

   ২৩১

 

সখার কাছেতে প্রেম
      চান ভগবান,
দাসের কাছেতে নতি
      চাহে শয়তান।