স্ফুলিঙ্গ
        বুলাইল তুলি
লিখিল আলোর মিল
        নির্মল শিউলি।

 

   ২২৪

 

শরতে শিশিরবাতাস লেগে
      জল ভ’রে আসে উদাসী মেঘে।
বরষন তবু হয় না কেন,
      ব্যথা নিয়ে চেয়ে রয়েছে যেন।

   ২২৫

 

শিকড় ভাবে, ‘সেয়ানা আমি,
     অবোধ যত শাখা।
ধূলি ও মাটি সেই তো খাঁটি,
     আলোকলোক ফাঁকা।’

 

   ২২৬

 

শূন্য ঝুলি নিয়ে হায়
      ভিক্ষু মিছে ফেরে,
আপনারে দেয় যদি
      পায় সকলেরে।

 

   ২২৭

 

শূন্য পাতার অন্তরালে
        লুকিয়ে থাকে বাণী,
কেমন করে আমি তারে
        বাইরে ডেকে আনি।
যখন থাকি অন্যমনে
দেখি তারে হৃদয়কোণে,