Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ৬০
স্ফুলিঙ্গ
যখন ডাকি দেয় সে ফাঁকি—
পালায় ঘোমটা টানি।
যৌবনরস রিক্ত করিনু
বিরহবেদনপাত্রে।
ছায়ে ছায়ে
নেমে আসে তমালের বনে
যেন দিক্ললনার
গলিত-কাজল-বরিষনে।
চান ভগবান,
দাসের কাছেতে নতি
চাহে শয়তান।
পালায় ঘোমটা টানি।
২২৮
শেষ বসন্তরাত্রে
যৌবনরস রিক্ত করিনু
বিরহবেদনপাত্রে।
২২৯
শ্যামলঘন বকুলবন-
ছায়ে ছায়ে
যেন কী সুর বাজে মধুর
পায়ে পায়ে।
২৩০
শ্রাবণের কালো ছায়া
নেমে আসে তমালের বনে
যেন দিক্ললনার
গলিত-কাজল-বরিষনে।
২৩১
সখার কাছেতে প্রেম
চান ভগবান,
দাসের কাছেতে নতি
চাহে শয়তান।