স্ফুলিঙ্গ

   ২২০

 

রূপে ও অরূপে গাঁথা
        এ ভুবনখানি—
ভাব তারে সুর দেয়,
        সত্য দেয় বাণী।
এসো মাঝখানে তার,
আনো ধ্যান আপনার
ছবিতে গানেতে যেথা
        নিত্য কানাকানি।

 

   ২২১

 

লুকায়ে আছেন যিনি
     জীবনের মাঝে
আমি তাঁরে প্রকাশিব
     সংসারের কাজে।

 

   ২২২

 

      লুপ্ত পথের পুষ্পিত তৃণগুলি
ঐ কি স্মরণমুরতি রচিলে ধূলি—
      দূর ফাগুনের কোন্‌ চরণের
              সুকোমল অঙ্গুলি!

 

   ২২৩

 

লেখে স্বর্গে মর্তে মিলে
        দ্বিপদীর শ্লোক—
আকাশ প্রথম পদে
        লিখিল আলোক,
ধরণী শ্যামল পত্রে