কাঙালিনী

আনন্দময়ীর আগমনে,

       আনন্দে গিয়েছে দেশ ছেয়ে।

হেরো ওই ধনীর দুয়ারে

       দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে।

উৎসবের হাসি - কোলাহল

       শুনিতে পেয়েছে ভোরবেলা,

নিরানন্দ গৃহ তেয়াগিয়া

       তাই আজ বাহির হইয়া

আসিয়াছে ধনীর দুয়ারে

       দেখিবারে আনন্দের খেলা।

বাজিতেছে উৎসবের বাঁশি,

       কানে তাই পশিতেছে আসি,

ম্লান চোখে তাই ভাসিতেছে

       দুরাশার সুখের স্বপন ;

চারি দিকে প্রভাতের আলো

       নয়নে লেগেছে বড়ো ভালো,

আকাশেতে মেঘের মাঝারে

       শরতের কনক তপন।

কত কে যে আসে, কত যায়,

       কেহ হাসে, কেহ গান গায়,

কত বরনের বেশভূষা —

       ঝলকিছে কাঞ্চন - রতন,

কত পরিজন দাসদাসী,

       পুষ্প পাতা কত রাশি রাশি

চোখের উপরে পড়িতেছে

       মরীচিকা - ছবির মতন।

হেরো তাই রহিয়াছে চেয়ে

       শূন্যমনা কাঙালিনী মেয়ে।

শুনেছে সে, মা এসেছে ঘরে,

     তাই বিশ্ব আনন্দে ভেসেছে,