প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
পুণ্য নগরে রঘুনাথ রাও
পেশোয়া - নৃপতি - বংশ
রাজাসনে উঠি কহিলেন বীর,
‘ হরণ করিব ভার পৃথিবীর -
মৈসুরপতি হৈদরালির
দর্প করিব ধ্বংস।'
দেখিতে দেখিতে পুরিয়া উঠিল
সেনানী আশি সহস্র।
নানা দিকে দিকে নানা পথে পথে
মারাঠার যত গিরিদরি হতে
বীরগণ যেন শ্রাবণের স্রোতে
ছুটিয়া আসে অজস্র।
উড়িল গগনে বিজয়পতাকা,
ধ্বনিল শতেক শঙ্খ।
হুলুরব করে অঙ্গনা সবে,
মারাঠা - নগরী কাঁপিল গরবে,
রহিয়া রহিয়া প্রলয় - আরবে
বাজে ভৈরব ডঙ্ক।
ধুলার আড়ালে ধ্বজ - অরণ্যে
লুকালো প্রভাতসূর্য।