কথা

বিচার তাহার না হয় যজ্ঞদিন

ততকাল তুমি নহ তো স্বাধীন,

বন্দী রয়েছ অমোঘ কঠিন

     ন্যায়ের বিধানসূত্রে ।'

 

 

রুষিয়া উঠিলা রঘুনাথ রাও,

     কহিলা করিয়া হাস্য,

‘ নৃপতি কাহারো বাঁধন না মানে —

চলেছি দীপ্ত মুক্ত কৃপাণে,

শুনিতে আসি নি পথমাঝখানে

     ন্যায়বিধানের ভাষ্য।'

 

 

কহিলা শাস্ত্রী, ‘ রঘুনাথ রাও,

     যাও করো গিয়ে যুদ্ধ!

আমিও দণ্ড ছাড়িনু এবার,

ফিরিয়া চলিনু গ্রামে আপনার,

বিচারশালার খেলাঘরে আর

     না রহিব অবরুদ্ধ।'

 

 

বাজিল শঙ্খ, বাজিল ডঙ্ক,

     সেনানী ধাইল ক্ষিপ্র।

ছাড়ি দিয়া গেলা গৌরবপদ,

দূরে ফেলি দিলা সব সম্পদ,

গ্রামের কুটিরে চলি গেলা ফিরে

     দীন দরিদ্র বিপ্র।