কথা

রক্ত অশ্বে রঘুনাথ চলে,

আকাশ বধির জয়কোলাহলে —

সহসা যেন কী মন্ত্রের বলে

     থেমে গেল রণতূর্য!

 

 

সহসা কাহার চরণে ভূপতি

     জানালো পরম দৈন্য?

সমরোন্মাদে ছুটিতে ছুটিতে

সহসা নিমেষে কার ইঙ্গিতে

সিংহদুয়ার থামিল চকিতে

     আশি সহস্র সৈন্য?

 

 

ব্রাহ্মণ আসি দাঁড়ালো সমুখে

     ন্যায়াধীশ রামশাস্ত্রী ।

দুই বাহু তাঁর তুলিয়া উধাও

কহিলেন ডাকি, ‘ রঘুনাথ রাও,

নগর ছাড়িয়া কোথা চলে যাও,

     না লয়ে পাপের শাস্তি? '

 

 

নীরব হইল জয়কোলাহল,

     নীরব সমরবাদ্য।

‘ প্রভু, কেন আজি' কহে রঘুনাথ,

‘ অসময়ে পথ রুধিলে হঠাৎ!

চলেছি করিতে যবননিপাত,

     জোগাতে যমের খাদ্য।'

 

 

কহিলা শাস্ত্রী, ‘ বধিয়াছ তুমি

     আপন ভ্রাতার পুত্রে।