প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
অতৃপ্ত বাসনা প্রাণে লয়ে
ক্রমে আসে আনন্দ-আলস
অবশেষে সন্ধ্যা হয়ে আসে,
মনে হয় একি সব ফাঁকি!
এই বুঝি, আর কিছু নাই!
অথবা যে
রত্ন-তরে
এসেছিনু আশা ক’রে
অনেক লইতে গিয়ে
হারাইনু তাই।
সুখের কাননতলে বসি
এরি মাঝে ক্লান্তি কেন আসে,