প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
যেদিন সে প্রথম দেখিনু
সে তখন প্রথম যৌবন।
প্রথম
জীবনপথে
বাহিরিয়া এ জগতে
কেমনে বাঁধিয়া গেল
নয়নে নয়ন।
তখন উষার আধো আলো
কে জানিত শ্রান্তি তৃপ্তি ভয়,
আঁখি মেলি যারে ভালো লাগে
অনন্ত বাসরসুখ যেন
নিত্যহাসি প্রকৃতিবধূর—
পুষ্প যেন
চিরপ্রাণ,
পাখির অশ্রান্ত গান,
বিশ্ব করেছিল ভান
অনন্ত মধুর!
সেই গানে, সেই ফুল্ল ফুলে,