ফাল্গুনী

ঘরের লোক বলবে অনাবশ্যক।

বাইরের লোক বলবে অদ্ভুত।

চন্দ্রহাস। আমরা তোমার মাথায় পরাব নব পল্লবের মুকুট।

তোমার গলায় পরাব নব মল্লিকার মালা।

পৃথিবীতে এই আমরা ছাড়া আর কেউ তোমার আদর বুঝবে না।


সকলে মিলিয়া
উৎসবের গান

আয় রে তবে মাত্‌ রে সবে আনন্দে

আজ    নবীন প্রাণের বসন্তে।

পিছনপানের বাঁধন হতে

চল্‌ ছুটে আজ বন্যাস্রোতে,

আপনাকে আজ দখিন হাওয়ায়

ছড়িয়ে দে রে দিগন্তে,

আজ    নবীন প্রাণের বসন্তে।

বাঁধন যত ছিন্ন করো আনন্দে

আজ    নবীন প্রাণের বসন্তে।

অকূল প্রাণের সাগর-তীরে

ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।

যা আছে রে সব নিয়ে তোর

ঝাঁপ দিয়ে পড়্‌ অনন্তে

আজ    নবীন প্রাণের বসন্তে॥