কড়ি ও কোমল

           আমি একজন খেয়ালি।

কথাগুলো যা বলি, তার

          অধিকাংশই হেঁয়ালি।

আমার যত খবর আসে

          ভোরের বেলা পুব দিয়ে।

পেটের কথা তুলি আমি

          পেটের মধ্যে ডুব দিয়ে।

আকাশ ঘিরে জাল ফেলে

          তারা ধরাই ব্যাবসা।

থাক্‌ গে তোমার পাটের হাটে

          মথুর কুণ্ডু শিবু সা।

কল্পতরুর তলায় থাকি

          নই গো আমি খবুরে।

হাঁ করিয়ে চেয়ে আছি

          মেওয়া ফলে সবুরে।

তবে যদি নেহাত কর

          খবর নিয়ে টানাটানি।

আমি বাপু একটি কেবল

          দুষ্টু মেয়ের খবর জানি!

দুষ্টুমি তার শোনো যদি

          অবাক হবে সত্যি!

এত বড়ো বড়ো কথা তার

          মুখখানি একরত্তি।

মনে মনে জানেন তিনি

          ভারি মস্ত লোকটা।

লোকের সঙ্গে না-হক কেবল

          ঝগড়া করবার ঝোঁকটা।

আমার সঙ্গেই যত বিবাদ

          কথায় কথায় আড়ি।

এর নাম কি ভদ্র ব্যাভার!

          বড্ড বাড়াবাড়ি।

মনে করেছি তার সঙ্গে