প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
মনে হল প্লাটফর্ম্টার
এক প্রান্ত থেকে আর - এক প্রান্ত প্রশ্ন করছে আমাকে ;
জবাব দিচ্ছি নীরবে,
“ না এলেই হত। ”
আর - একবার পড়লুম পোস্টকার্ড্খানা —
ভুল করি নি তো?
এখন ফিরতি গাড়ি নেই একটাও।
যদি বা থাকত, তবু কি —
বুকের মধ্যে পাক খেয়ে বেড়াচ্ছে
কত রকমের ‘হয়তো'—
সবগুলিই সাংঘাতিক।
বেরিয়ে এসে তাকিয়ে রইলুম ব্রিজটার দিকে।
রাস্তার লোক কী ভাবলে জানি নে।
সামনে ছিল বাস্, উঠে পড়লুম।
ফেলে দিলুম চন্দ্রমল্লিকাটা।