প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
শিবনেত্র হল বুঝি, এইবার মোলো —
অক্সিজেন নাকে দিয়ে চাঙ্গা ক ' রে তোলো।
খুব তার বোলচাল, সাজ ফিট্ফাট্,
তক্রার হলে আর নাই মিট্মাট্।
চশমায় চম্কায়, আড়ে চায় চোখ —
কোনো ঠাঁই ঠেকে নাই কোনো বড়ো লোক।