প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
জন্মকালেই ওর লিখে দিল কুষ্ঠি,
ভালো মানুষের 'পরে চালাবে ও মুষ্টি।
যতই প্রমাণ পায় বাবা বলে, ‘মোদ্দা,
কভু জন্মেনি ঘরে এত বড়ো যোদ্ধা।'
‘বেঁচে থাকলেই বাঁচি ' বলে ঘোষগুষ্টি —
এত গাল খায় তবু এত পরিপুষ্টি।