প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
পেঁচোটাকে মাসি তার
যত দেয় আস্কারা,
মুশকিল ঘটে তত
এক সাথে বাস করা।
হঠাৎ চিমটি কাটে
কপালের চামড়ায় —
বলে সে, ‘ এমনি ক ' রে
ভিমরুল কামড়ায়। '
আমার বিছানা নিয়ে
খেলা ওর চাষ-করা —
মাথার বালিশ থেকে
তুলোগুলো হ্রাস-করা।