৩৫

ওরে আমার কর্মহারা,              ওরে আমার সৃষ্টিছাড়া,

                ওরে আমার মন রে, আমার মন।

জানি নে তুই কিসের লাগিকোন্‌ জগতে আছিস জাগি —

                কোন্‌ সেকালের বিলুপ্ত ভুবন।

কোন্‌ পুরানো যুগের বাণী            অর্থ যাহার নাহি জানি

                  তোমার মুখে উঠছে আজি ফুটে।

অনন্ত তোর প্রাচীন স্মৃতি     কোন্‌ ভাষাতে গাঁথছে গীতি,

                  শুনে চক্ষে অশ্রুধারা ছুটে।

আজি সকল আকাশ জুড়ে          যাচ্ছে তোমার পাখা উড়ে,

                   তোমার সাথে চলতে আমি নারি।

তুমি যাদের চিনি বলে           টানছ বুকে, নিচ্ছ কোলে,

                  আমি তাদের চিনতে নাহি পারি।

 

আজকে নবীন চৈত্রমাসে             পুরাতনের বাতাস আসে,

                  খুলে গেছে যুগান্তরের সেতু।

মিথ্যা আজি কাজের কথা,       আজ জেগেছে যে - সব ব্যথা

                  এই জীবনে নাইকো তাহার হেতু।

গভীর চিত্তে গোপন শালা          সেথা ঘুমায় যে রাজবালা

                  জানি নে সে কোন্‌ জনমের পাওয়া।

দেখে নিলেম ক্ষণেক তারে,       যেমনি আজি মনের দ্বারে

                  যবনিকা উড়িয়ে দিল হাওয়া।

ফুলের গন্ধ চুপে চুপে            আজি সোনার কাঠি - রূপে

                  ভাঙালো তার চিরযুগের ঘুম।

দেখছে লয়ে মুকুর করে        আঁকা তাহার ললাট - ' পরে

                  কোন্‌ জনমের চন্দনকুঙ্কুম।

 

আজকে হৃদয় যাহা কহে             মিথ্যা নহে, সত্য নহে,

                  কেবল তাহা অরূপ অপরূপ।

খুলে গেছে কেমন করে              আজি অসম্ভবের ঘরে

                  মর্চে - পড়া পুরানো কুলুপ।

সেথায় মায়াদ্বীপের মাঝে        নিমন্ত্রণের বীণা বাজে,