প্রহাসিনী

  মন তার বিজ্ঞাননিষ্ঠ ;

       মানুষের বক্ষ বা পৃষ্ঠ

  কিংবা তাহার নাসিকান্ত

       তাই নিয়ে গবেষণা চলে অক্লান্ত —

  বার বার তাড়া খায়, গাল খায়, তবুও

       হার না মানিতে চায় কভু ও।

         পৃথক করে না কভু ইষ্ট অনিষ্ট,

              জ্যেষ্ঠ কনিষ্ঠ ;

  সমবুদ্ধিতে দেখে শ্রেষ্ঠ নিকৃষ্ট।

       সংকোচহীন তার বিজ্ঞানী ধাত ;

             পক্ষে বহন করে অপক্ষপাত।

       এদের ভাষায় নেই ‘ ছি ছি ',

  শৌখিন রুচি নিয়ে খুতখুত নেই মিছিমিছি।

 

অকারণ সন্ধানে মন তার গিয়াছে ;

    কেবলই ঘুরিয়া দেখে কোথায় যে কী আছে।

       বিশ্রামী বলদের পিঠে করে মনোযোগ

           রসের রহস্যের যদি পায় কোনো যোগ,

               ল্যাজের ঝাপট লাগে পলকেই পলকেই,

                   বাধাহীন সাধনার ফল পায় বলো কে-ই!

 

      চারি দিকে মানবের বিষম অহংকার,

তারই মাঝে থেকে মনে লেশ নেই শঙ্কার।

      আকাশবিহারী তার গতিনৈপুণ্যেই

         সকল চপেটাঘাত উড়ে যায় শূন্যেই।

             এই তার বিজ্ঞানী কৌশল,

      স্পর্শ করে না তারে শত্রুর মৌশল।

মানুষের মারণের লক্ষ্য

      ক্ষিপ্র এড়ায়ে যায় নির্ভয়পক্ষ।

নাই লাজ, নাই ঘৃণা, নাই ভয় —

      কর্দমে নর্দমা-বিহারীর জয়।

         ভন্‌-ভন্‌-ভন্‌কার