প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
আকাশেতে ওঠে তার ধ্বনি জয়ডঙ্কার।
মানবশিশুরে বলি, দেখো দৃষ্টান্ত —
বার বার তাড়া খেয়ো, নাহি হোয়ো ক্ষান্ত।
অদৃষ্ট মার দেয় অলক্ষ্যে পশ্চাৎ
কখন অকস্মাৎ —
তবু মনে রেখো নির্বন্ধ,
সুযোগের পেলে নামগন্ধ
চ’ড়ে বো’সো অপরের নিরুপায় পৃষ্ঠ,
ক’রো তারে বিষম অতিষ্ঠ।
সার্থক হতে চাও জীবনে,
কী শহরে, কী বনে,
পাঠ লহ প্রয়োজনসিদ্ধের
বিরক্ত করবার অদম্য বিদ্যের —
নিত্য কানের কাছে ভন্ভন্ ভন্ভন্
লুব্ধের অপ্রতিহত অবলম্বন।
তোমার ঘরের সিঁড়ি বেয়ে
যতই আমি নাবছি।
আমায় মনে আছে কি না
ভয়ে ভয়ে ভাবছি।
কথা পাড়তে গিয়ে দেখি,
হাই তুললে দুটো ;
বললে উসুখুসু করে,
“ কোথায় গেল নুটো। ”
ডেকে তারে বলে দিলে,
“ ড্রাইভারকে বলিস,
আজকে সন্ধ্যা নটার সময়
যাব মেট্রোপলিস। ”
কুকুরছানার ল্যাজটা ধরে