প্রহাসিনী

তিয়াষিদল সহসা এত সাহসে করি ভর

         কী আশা নিয়ে বিধুরে আজি ঘিরে!

 

পাণিনিরসপানের বেলা দিয়েছে এরা ফাঁকি,

         অমরকোষ-ভ্রমর এরা নহে।

নহে তো কেহ-সারস্বত-রস-সারসপাখি,

         গৌড়পাদ-পাদপে নাহি রহে।

 

অনুস্বরে ধনুঃশর-টংকারের সাড়া

         শঙ্কা করি দূরে দূরেই ফেরে।

শঙ্কর-আতঙ্কে এরা পালায় বাসাছাড়া,

         পালি ভাষায় শাসায় ভীরুদেরে।

 

চা-রস ঘন শ্রাবণধারাপ্লাবন লোভাতুর

         কলাসদনে চাতক ছিল এরা —

সহসা আজি কৌমুদীতে পেয়েছে এ কী সুর,

         চকোর-বেশে বিধুরে কেন ঘেরা!


নিমন্ত্রণ

প্রজাপতি যাঁদের সাথে

      পাতিয়ে আছেন সখ্য,

আর যাঁরা সব প্রজাপতির

      ভবিষ্যতের লক্ষ্য,

উদরায়ণ উদার ক্ষেত্রে

      মিলুন উভয় পক্ষ,

রসনাতে রসিয়ে উঠুক

      নানারসের ভক্ষ্য।

সত্যযুগে দেবদেবীদের

      ডেকেছিলেন দক্ষ

অনাহূত পড়ল এসে

      মেলাই যক্ষ রক্ষ,