প্রহাসিনী

               কাব্য-পুরন্দর

                      ভূবিবরণ ভাণ্ডারী।

এস        বিশ্বভার-নত

                 শুষ্ক-রুটিনপথ

                      মরুপরিচারণ ক্লান্ত!

এস       হিসাব’পত্তর’ত্রস্ত

            তহবিল-মিল-ভুলগ্রস্ত

                 লোচনপ্রান্ত

                        ছল ছল হে!

 

এস         গীতিবীথিচর

            তম্বুরকরধর

                  তানতালতলমগ্ন,

এস        চিত্রী চটপট

           ফেলি তুলিকাপট

                    রেখাবর্ণবিলগ্ন।

এস        কনস্‌টিট্যুশন

            নিয়ম-বিভূষণ

                    তর্কে অপরিশ্রান্ত,

এস         কমিটি-পলাতক

            বিধানঘাতক

                    এস দিগ্‌ভ্রান্ত

                          টলমল হে।


চাতক
শ্রীযুক্ত বিধুশেখর শাস্ত্রী মহাশয়ের নিমন্ত্রণে শান্তিনিকেতন চা-চক্রে আহূত

                 অতিথিগণের প্রতি

 

 

কী রসসুধা-বরষাদানে মাতিল সুধাকর

         তিব্বতীর শাস্ত্র গিরিশিরে!