স্ফুলিঙ্গ

   ২০০

 

যখন ছিলেম পথেরই মাঝখানে
      মনটা ছিল কেবল চলার পানে
বোধ হত তাই, কিছুই তো নাই কাছে—
      পাবার জিনিস সামনে দূরে আছে।
লক্ষ্যে গিয়ে পৌঁছব এই ঝোঁকে
      সমস্ত দিন চলেছি এক-রোখে।
দিনের শেষে পথের অবসানে
      মুখ ফিরে আজ তাকাই পিছু-পানে।
এখন দেখি পথের ধারে ধারে
      পাবার জিনিস ছিল সারে সারে—
সামনে ছিল যে দূর সুমধুর
      পিছনে আজ নেহারি সেই দূর।

 

   ২০১

 

যত বড়ো হোক ইন্দ্রধনু সে
        সুদূর-আকাশে-আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর
        প্রজাপতিটির পাখা।

 

   ২০২

 

যা পায় সকলই জমা করে,
        প্রাণের এ লীলা রাত্রিদিন।
কালের তাণ্ডবলীলাভরে
        সকলই শূন্যেতে হয় লীন।

 

   ২০৩

 

যা রাখি আমার তরে