স্ফুলিঙ্গ

   ১৯৫

 

মুহূর্ত মিলায়ে যায়
      তবু ইচ্ছা করে—
আপন স্বাক্ষর রবে
      যুগে যুগান্তরে।

 

   ১৯৬

 

মৃতেরে যতই করি স্ফীত
      পারি না করিতে সঞ্জীবিত।

 

   ১৯৭

 

মৃত্তিকা খোরাকি দিয়ে
      বাঁধে বৃক্ষটারে,
আকাশ আলোক দিয়ে
      মুক্ত রাখে তারে।

 

   ১৯৮

 

মৃত্যু দিয়ে যে প্রাণের
      মূল্য দিতে হয়
সে প্রাণ অমৃতলোকে
      মৃত্যু করে জয়।

 

   ১৯৯

 

যখন গগনতলে
      আঁধারের দ্বার গেল খুলি
সোনার সংগীতে উষা
      চয়ন করিল তারাগুলি।