মোহ

এ মোহ ক ' দিন থাকে, এ মায়া মিলায়,

কিছুতে পারে না আর বাঁধিয়া রাখিতে।

কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়,

মদিরা উথলে নাকো মদির আঁখিতে।

কেহ কারে নাহি চিনে আঁধার নিশায়।

ফুল ফোটা সাঙ্গ হলে গাহে না পাখিতে।

কোথা সেই হাসিপ্রান্ত চুম্বনতৃষিত

রাঙা পুষ্পটুকু যেন প্রস্ফুট অধর!

কোথা কুসুমিত তনু পূর্ণবিকশিত,

কম্পিত পুলকভরে, যৌবনকাতর!

তখন কি মনে পড়ে সেই ব্যাকুলতা,

সেই চিরপিপাসিত যৌবনের কথা,

সেই প্রাণপরিপূর্ণ মরণ - অনল —

মনে পড়ে হাসি আসে? চোখে আসে জল?