কল্পনা

          করি অন্তরাল

স্নিগ্ধ কৃষ্ণ ভয়ংকর তোমার সঘন অন্ধকারে

          রহো ক্ষণকাল।

 

তোমার ইঙ্গিত যেন ঘনগূঢ় ভ্রূকুটির তলে

           বিদ্যুতে প্রকাশে,

তোমার সংগীত যেন গগনের শত ছিদ্রমুখে

          বায়ুগর্জে আসে,

তোমার বর্ষণ যেন পিপাসারে তীব্র তীক্ষ্ম বেগে

          বিদ্ধ করি হানে—

তোমার প্রশান্তি যেন সুপ্ত শ্যাম ব্যাপ্ত সুগম্ভীর

          স্তব্ধ রাত্রি আনে।

 

এবার আস নি তুমি বসন্তের আবেশহিল্লোলে

          পুষ্পদল চুমি,

এবার আস নি তুমি মর্মরিত কূজনে গুঞ্জনে—

          ধন্য ধন্য তুমি!

রথচক্র ঘর্ঘরিয়া এসেছ বিজয়ীরাজ-সম

          গর্বিত নির্ভয়—

বজ্রমন্ত্রে কী ঘোষিলে বুঝিলাম, নাহি বুঝিলাম,

          জয় তব জয়!

 

হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন,

          সহজ প্রবল,

জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে

          বাহিরায় ফল,

পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া

           অপূর্ব আকারে

তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ—

          প্রণমি তোমারে।