ভবিষ্যতের রঙ্গভূমি

           সম্মুখে রয়েছে পড়ি যুগ - যুগান্তর।

অসীম নীলিমে লুটে                ধরণী ধাইবে ছুটে,

          প্রতিদিন আসিবে, যাইবে রবিকর।

          প্রতিদিন প্রভাতে জাগিবে নরনারী,

প্রতিসন্ধ্যা শ্রান্তদেহে                ফিরিয়া আসিবে গেহে,

           প্রতিরাত্রে তারকা ফুটিবে সারি সারি।

          কত আনন্দের ছবি, কত সুখ আশা

আসিবে যাইবে হায়,               সুখ - স্বপনের প্রায়

          কত প্রাণে জাগিবে, মিলাবে ভালোবাসা।

          তখনো ফুটিবে হেসে কুসুম - কানন,

তখনো রে কত লোকে             কত স্নিগ্ধ চন্দ্রালোকে

          আঁকিবে আকাশ - পটে   সুখের স্বপন।

          নিবিলে দিনের আলো, সন্ধ্যা হলে, নিতি

বিরহী নদীর ধারে                  না জানি ভাবিবে কারে,

          না - জানি সে কী কাহিনী, কী সুখ, কী স্মৃতি।

         

         দূর হতে আসিতেছে, শুন কান পেতে —

          কত গান, সেই মহা - রঙ্গভূমি হতে

কত যৌবনের হাসি,               কত উৎসবের বাঁশি,

          তরঙ্গের কলধ্বনি প্রমোদের স্রোতে।

          কত মিলনের গীত, বিরহের শ্বাস,

          তুলেছে মর্মর তান বসন্ত - বাতাস,

সংসারের কোলাহল                ভেদ করি অবিরল

          লক্ষ নব কবি ঢালে প্রাণের উচ্ছ্বাস।

 

          ওই দূর খেলাঘরে খেলাইছ কারা!

          উঠেছে মাথার'পরে আমাদেরি তারা।

আমাদেরি ফুলগুলি                 সেথাও নাচিছে দুলি,

          আমাদেরি পাখিগুলি গেয়ে হল সারা।

          ওই দূর খেলাঘরে করে আনাগোনা