কল্পনা

এরা দেশহিতে চাহিছে সঁপিতে

       আপন রক্তমাংস—

তবে এ সভাকে ছেড়ে কেন থাকে

       এ দেশের অধিকাংশ?

কেন দলে দলে দূরে যায় চলে,

       বুঝে না নিজের ইষ্ট,

       যদি কুতূহলে আসে সভাতলে,

       কেন বা নিদ্রাবিষ্ট?

তবে কি ইহারা নিজ-দেশ-ছাড়া

       রুধিয়া রয়েছে কর্ণ

দৈবের বশে পাছে কানে পশে

       শুভকথা এক বর্ণ?

 

 

            উত্তর

না, না এঁরা হন জনসাধারণ,

       জানে দেশভাষামাত্র,

স্বদেশসভায় বসিবারে হায়

       তাই অযোগ্য পাত্র॥

 

 

               ৪

বেশভূষা ঠিক যেন আধুনিক,

       মুখ দাড়ি-সমাকীর্ণ,

কিন্তু বচন অতি পুরাতন,

       ঘোরতর জরাজীর্ণ।

উচ্চ আসনে বসি একমনে

       শূন্যে মেলিয়া দৃষ্টি

তরুণ এ লোক লয়ে মনুশ্লোক

       করিছে বচনবৃষ্টি।

জলের সমান করিছে প্রমাণ