কল্পনা

       শুধু পদার্থতত্ত্ব।

টিকিটা যে রাখা ওতে আছে ঢাকা

       ম্যাগ্নেটিজ্‌ম্‌ শক্তি—

তিলকরেখায় বৈদ্যুত ধায়,

       তাই জেগে ওঠে ভক্তি।

সন্ধ্যাটি হলে প্রাণপণবলে

       বাজালে শঙ্খঘণ্টা

মথিত বাতাসে তাড়িত প্রকাশে

       সচেতন হয় মনটা।

এম. এ. ঝাঁকে ঝাঁক শুনিছে অবাক্‌

       অপরূপ বৃত্তান্ত—

বিদ্যাভূষণ এমন ভীষণ

       বিজ্ঞানে দুর্দান্ত!

তবে ঠাকুরের পড়া আছে ঢের—

       অন্তত গ্যানো-খণ্ড,

হেল্‌ম্‌হৎস অতি বীভৎস

       করেছে লণ্ডভণ্ড!

 

             উত্তর

কিছু না, কিছু না, নাই জানাশুনা

       বিজ্ঞান কানাকৌড়ি—

লয়ে কল্পনা লম্বা রসনা

       করিছে দৌড়াদৌড়ি॥