মানসপ্রতিমা
ইমনকল্যাণ

তুমি     সন্ধ্যার মেঘ শান্ত সুদূর

         আমার সাধের সাধনা,

মম       শূন্য-গগন-বিহারী!

আমি     আপন মনের মাধুরী মিশায়ে

         তোমারে করেছি রচনা—

তুমি     আমারি যে তুমি আমারি,

মম       অসীম-গগন-বিহারী!

 

 

মম       হৃদয়-রক্ত-রঞ্জনে তব

         চরণ দিয়েছি রাঙিয়া,

অয়ি      সন্ধ্যা-স্বপন-বিহারী!

তব      অধর এঁকেছি সুধাবিষে মিশে

         মম সুখদুঃখ ভাঙিয়া—

তুমি     আমারি যে তুমি আমারি

মম       বিজন-জীবন-বিহারী!

 

 

মম       মোহের স্বপন-অঞ্জন তব

         নয়নে দিয়েছি পরায়ে

অয়ি      মুগ্ধ-নয়ন-বিহারী!

মম       সংগীতে তব অঙ্গে অঙ্গে

         দিয়েছি জড়ায়ে জড়ায়ে—

তুমি     আমারি যে তুমি আমারি,

মম       জীবন-মরণ-বিহারী!