কথা

       ঘোড়ায় চড়ি ছুটে রাজকুমার।

মলিন মুখে নম্র নতশিরে

কন্যা গেল অন্তঃপুরে ফিরে,

হাজার বাতি নিবল ধীরে ধীরে —

       রাজার সভা হল অন্ধকার।

গলায় মালা, টোপর - পরা শিরে

       ঘোড়ায় চড়ি ছুটে রাজকুমার।

 

 

মাতা কেঁদে কহেন, ‘ বধূবেশ

       খুলিয়া ফেল্‌ হায় রে হতভাগী! '

শান্তমুখে কন্যা কহে মায়ে,

‘ কেঁদো না মা, ধরি তোমার পায়ে,

বধূসজ্জা থাক্‌ মা, আমার গায়ে -

       মেত্রিপুরে যাইব তাঁর লাগি।'

শুনে মাতা কপালে কর হানি

       কেঁদে কহেন, ‘ হায় রে হতভাগী! '

 

 

গ্রহবিপ্র আশীর্বাদ করি

       ধানদূর্বা দিল তাহার মাথে।

  চড়ে কন্যা চতুর্দোলা - ' পরে,

পুরনারী হুলুধ্বনি করে,

রঙিন বেশে কিংকরী কিংকরে

       সারি সারি চলে বালার সাথে।

মাতা আসি চুমো খেলেন মুখে,

       পিতা আসি হস্ত দিলেন মাথে।

 

 

নিশীথ - রাতে আকাশ আলো করি

       কে এল রে মেত্রিপুরদ্বারে!

‘ থামাও বাঁশি' কহে, ‘ থামাও বাঁশি —