বিবাহ
রাজস্থান

প্রহর - খানেক রাত হয়েছে শুধু,

       ঘন ঘন বেজে ওঠে শাঁখ।

বরকন্যা যেন ছবির মতো

আঁচল - বাঁধা দাঁড়িয়ে আঁখি নত,

জানলা খুলে পুরাঙ্গনা যত                       

       দেখছে চেয়ে ঘোমটা করি ফাঁক।

বর্ষারাতে মেঘের গুরুগুরু —

       তারি সঙ্গে বাজে বিয়ের শাঁখ।

 

 

ঈশান কোণে থমকে আছে হাওয়া,

       মেঘে মেঘে আকাশ আছে ঘেরি।

সভাকক্ষে হাজার দীপালোকে

মণিমালায় ঝিলিক হানে চোখে —

সভার মাঝে হঠাৎ এল ও কে,

       বাহির - দ্বারে বেজে উঠল ভেরী!

চমকে ওঠে সভার যত লোক

       উঠে দাঁড়ায় বর - কনেরে ঘেরি।

 

 

টোপর - পরা মেত্রিরাজকুমারে

       কহে তখন মাড়োয়ারের দূত,

‘ যুদ্ধ বাধে বিদ্রোহীদের সনে,

রামসিংহ রানা চলেন রণে —

তোমরা এসো তাঁরি নিমন্ত্রণে

       যে যে আছ মর্তিয়া রাজপুত।'