কথা

‘ জয় রানা রাম সিঙের জয় '

       গর্জি উঠে মাড়োয়ারের দূত।

 

 

‘ জয় রানা রাম সিঙের জয় '

       মেত্রিপতি ঊর্ধ্বস্বরে কয়।

কনের বক্ষ কেঁপে ওঠে ডরে,

দুটি চক্ষু ছলো ছলো করে —

বরযাত্রী হাঁকে সমস্বরে,

       ‘ জয় রানা রাম সিঙের জয় '

‘ সময় নাহি মেত্রিরাজকুমার '

       মহারানার দূত উচ্চে কয়।

 

 

বৃথা কেন উঠে হুলুধ্বনি,

       বৃথা কেন বেজে ওঠে শাঁখ!

বাঁধা আঁচল খুলে ফেলে বর,

মুখের পানে চাহে পরস্পর —

কহে, ‘ প্রিয়ে, নিলেম অবসর,

       এসেছে ওই মৃত্যুসভার ডাক।'

বৃথা এখন ওঠে হুলুধ্বনি,

       বৃথা এখন বেজে ওঠে শাঁখ!

 

 

বরের বেশে টোপর পরি শিরে