প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
মরিয়া হবে জয়ী আমার ’পরে
এমন করিয়াছ ফন্দি!
তোমার সে আশায় হানিব বাজ,
জিনিব আজিকার রণে —
রাজ্য ফিরি দিব হে মহারাজ,
হৃদয় দিব তারি সনে।’
জীর্ণ - চীর - পরা বনবাসীরে
বসালো নৃপ রাজাসনে,
মুকুট তুলি দিল মলিন শিরে —
ধন্য কহে পুরজনে।