মস্তকবিক্রয়
মহাবস্ত্ববদান

কোশলনৃপতির তুলনা নাই,

    জগৎ জুড়ি যশোগাথা ;

ক্ষীণের তিনি সদা শরণ - ঠাঁই

    দীনের তিনি পিতামাতা।

সে কথা কাশীরাজ শুনিতে পেয়ে

    জ্বলিয়া মরে অভিমানে —

‘ আমার প্রজাগণ আমার চেয়ে

    তাহারে বড়ো করি মানে!

আমার হতে যার আসন নীচে

     তাহার দান হল বেশি!

ধর্ম দয়া মায়া সকলি মিছে,

    এ শুধু তার রেষারেষি।'

কহিলা, ‘ সেনাপতি, ধরো কৃপাণ,

     সৈন্য করো সব জড়ো।

আমার চেয়ে হবে পূণ্যবান

    স্পর্ধা বাড়িয়াছে বড়ো! '

চলিলা কাশীরাজ যুদ্ধসাজে —

    কোশলরাজ হারি রণে

রাজ্য ছাড়ি দিয়া ক্ষুব্ধ লাজে

    পলায়ে গেল দূর বনে।

কাশীর রাজা হাসি কহে তখন

    আপন সভাসদ্‌ - মাঝে

‘ ক্ষমতা আছে যার রাখিতে ধন

    তারেই দাতা হওয়া সাজে।'

 

 

সকলে কাঁদি বলে, ‘ দারুণ রাহু

     এমন চাঁদেরেও হানে!