প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
দুর্বল হোস নে, হোস নে।
এইবার পড়্ তোর শেষনাগমন্ত্র–
নাগপাশবন্ধনমন্ত্র॥ স্বরলিপি
মা। জাগে নি এখনো জাগে নি
রসাতলবাসিনী নাগিনী। জাগে নি।
বাজ্ বাজ্ বাজ্ বাঁশি, বাজ্ রে
মহাভীমপাতালী রাগিণী।
জেগে ওঠ্ মায়াকালী নাগিনী। জাগে
নি।
ওরে মোর মন্ত্রে কান দে–
টান দে, টান দে, টান দে, টান দে।
বিষগর্জনে ওকে ডাক দে–
পাক দে, পাক দে, পাক দে, পাক দে,
গহ্বর হতে তুই বার হ,
সপ্তসমুদ্র পার হ।
বেঁধে তারে আন্ রে–
টান্ রে, টান্ রে, টান্ রে, টান্ রে। স্বরলিপি
নাগিনী জাগল, জাগল, জাগল–
পাক দিতে ওই লাগল, লাগল, লাগল–