নাই ভয়, নাই লজ্জা।
নিষ্ঠুর পণ আমার,
আমি মান্ব না হার, মান্ব না হার–
বাঁধব তাঁরে মায়াবাঁধনে,
জড়াব আমারি হাসি-কাঁদনে।
ওই দেখ্, ওই নদী হয়েছেন পার–
একা চলেছেন ঘন বনের পথে।
যেন কিছু নাই তাঁর চোখের সম্মুখে–
নাই সত্য, নাই মিথ্যা–
নাই ভালো, নাই মন্দ।
দুর্বল হোস নে, হোস নে।
এইবার পড়্ তোর শেষনাগমন্ত্র–
নাগপাশবন্ধনমন্ত্র॥ স্বরলিপি [1]
মা। জাগে নি এখনো জাগে নি
রসাতলবাসিনী নাগিনী। জাগে নি।
বাজ্ বাজ্ বাজ্ বাঁশি, বাজ্ রে
মহাভীমপাতালী রাগিণী।
জেগে ওঠ্ মায়াকালী নাগিনী। জাগে
নি।
ওরে মোর মন্ত্রে কান দে–
টান দে, টান দে, টান দে, টান দে।
বিষগর্জনে ওকে ডাক দে–
পাক দে, পাক দে, পাক দে, পাক দে,
গহ্বর হতে তুই বার হ,
সপ্তসমুদ্র পার হ।
বেঁধে তারে আন্ রে–
টান্ রে, টান্ রে, টান্ রে, টান্ রে। স্বরলিপি [2]
নাগিনী জাগল, জাগল, জাগল–
পাক দিতে ওই লাগল, লাগল, লাগল–
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_68.xml
[2] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D18_69.xml