নদী
গায়ে
আলো করে
ঝিকিঝিক,
যেন
পরেছে হীরার চিক।
মুখে
কলকল কত
ভাষে
এত
কথা কোথা হতে আসে।
শেষে
সখীতে
সখীতে মেলি
হেসে
গায়ে গায়ে
হেলাহেলি।
শেষে
কোলাকুলি
কলরবে
তারা
এক হয়ে যায়
সবে।
তখন
কলকল ছুটে
জল —
কাঁপে
টলমল ধরাতল
,
কোথাও নীচে পড়ে ঝরঝর —
পাথর
কেঁপে ওঠে
থরথর,
শিলা
খান্ খান্ যায় টুটে —
নদী
চলে পথ কেটে কুটে।
ধারে
গাছগুলো বড়ো বড়ো
তারা
হয়ে পড়ে পড়ো - পড়ো।
কত
বড়ো পাথরের চাপ
জলে
খসে পড়ে
ঝুপঝাপ।
তখন মাটি -
গোলা ঘোলা জলে
ফেনা ভেসে
যায় দলে দলে।
জলে
পাক ঘুরে
ঘুরে ওঠে,
যেন
পাগলের মতো
ছোটে।
শেষে পাহাড়
ছাড়িয়ে এসে
নদী
পড়ে বাহিরের দেশে।
হেথা
যেখানে
চাহিয়া দেখে
চোখে সকলি
নূতন ঠেকে।
হেথা
চারি দিকে
খোলা মাঠ,
হেথা
সমতল পথঘাট
।
কোথাও চাষিরা করিছে চাষ,
কোথাও গোরুতে খেতেছে ঘাস।
কোথাও বৃহৎ অশথ গাছে