বিসর্জন

হারু।    আয় রে, মায়ের সামনে বাহু তুলে নৃত্য করি।

রঘুপতি ও জয়সিংহের প্রবেশ

 

রঘুপতি।    শুনলুম সৈন্য আসছে। জয়সিংহ, অস্ত্র নিয়ে তুমি এইখানে দাঁড়াও।

তোরা আয়, তোরা এইখানে দাঁড়া। মন্দিরের দ্বার আগলাতে হবে।

আমি তোদের অস্ত্র এনে দিচ্ছি।

গণেশ।    অস্ত্র কেন ঠাকুর?

রঘুপতি।    মায়ের পুজো বন্ধ করবার জন্যে রাজার সৈন্য আসছে।

হারু।    সৈন্য আসছে! প্রভু, তবে আমরা প্রণাম হই।

 

সরোষে

রঘুপতি।    দাঁড়া তোরা!

 

করজোড়ে

জয়সিংহ।    যেতে দাও প্রভু — প্রাণভয়ে ভীত এরা

বুদ্ধিহীন, আগে হতে রয়েছে মরিয়া।

আমি আছি মায়ের সৈনিক। এক দেহে

সহস্র সৈন্যের বল। অস্ত্র থাক্‌ পড়ে।

ভীরুদের যেতে দাও।

স্বগত

রঘুপতি।    সে কাল গিয়েছে।

অস্ত্র চাই, অস্ত্র চাই — শুধু ভক্তি নয়।

 

প্রকাশ্যে

 

জয়সিংহ, তবে বলি আনো, করি পূজা।

 

বাহিরে বাদ্যোদ্যম

 

জয়সিংহ।    সৈন্য নহে প্রভু, আসিছে রানীর পূজা।

রানীর অনুচর ও পুরবাসীগণের প্রবেশ

সকলে।    ওরে, ভয় নেই — সৈন্য কোথায়?— মা'র পূজা আসছে।