প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
সপ্তম। তোরা অত ভয় করছিস কেন? বাবা যখন আমাদের সঙ্গে যাচ্ছেন উনি আমাদের বাঁচিয়ে আনবেন।
ধনঞ্জয়। তোদের এই বাবা যার ভরসায় চলেছে তার নাম কর্। বেটারা, কেবল তোরা বাঁচতেই চাস — পণ করে বসেছিস যে মরবি নে। কেন, মরতে দোষ কী হয়েছে। যিনি মারেন তাঁর গুণগান করবি নে বুঝি। তোরা একটু দাঁড়া, চারি দিকের ভাবগতিকটা একটু বুঝে নিয়ে আসি।
[প্রস্থান
উদয়াদিত্যের প্রবেশ
উদয়। ওরে, মরতে এসেছিস এখানে? মহারাজ খবর পেলে রক্ষা রাখবেন না। পালা পালা।
প্রথম। আমাদের মরণ সর্বত্রই। পালাব কোথায়?
দ্বিতীয়। তা, মরতে যদি হয় তোমার সামনে দাঁড়িয়ে মরব।
উদয়। তোদের কী চাই বল্ দেখি।
অনেকে। আমরা তোমাকে চাই।
উদয়। আমাকে নিয়ে তোদের কোনো লাভ হবে না রে- দুঃখই পাবি।
তৃতীয়। আমাদের দুঃখই ভালো, কিন্তু তোমাকে আমরা নিয়ে যাব।
চতুর্থ। আমাদের মাধবপুরে ছেলেমেয়েরা পর্যন্ত কাঁদছে, সে কি কেবল ভাত না পেয়ে। তা নয়। তুমি
চলে এসেছ ব'লে। তোমাকে আমরা ধরে নিয়ে যাব।
উদয়। আরে চুপ কর্, চুপ কর্। ও কথা বলিস নে।
পঞ্চম। রাজা তোমাকে ছাড়বে না। আমরা তোমাকে জোর করে নিয়ে যাব। আমরা রাজাকে মানি নে —
আমরা তোমাকে রাজা করব।
প্রতাপাদিত্যের প্রবেশ
প্রতাপ। কাকে মানিস নে রে। তোরা কাকে রাজা করবি।
প্রজাগণ। মহারাজ, পেন্নাম হই।
প্রথম। আমরা তোমার কাছে দরবার করতে এসেছি।
প্রতাপ। কিসের দরবার?
প্রথম। আমরা যুবরাজকে চাই।
প্রতাপ। বলিস কী রে।
সকলে। হাঁ মহারাজ, আমরা যুবরাজকে মাধবপুরে নিয়ে যাব।
প্রতাপ। আর ফাঁকি দিবি! খাজনা দেবার নামটি করবি নে!
সকলে। অন্ন বিনে মরছি যে।
প্রতাপ। মরতে তো সকলকেই হবে। বেটারা, রাজার দেনা বাকি রেখে মরবি?
প্রথম। আচ্ছা, আমরা না খেয়েই খাজনা দেব, কিন্তু যুবরাজকে আমাদের দাও। মরি তো ওঁরই হাতে মরব।
প্রতাপ। সে বড়ো দেরি নেই। তোদের সর্দার কোথায় রে?
দ্বিতীয়। ( প্রথমকে দেখাইয়া) এই-যে আমাদের গণেশ সর্দার।