পরিত্রাণ

সেথায়   কালো ছায়ার মায়ার ঘোরে

পথ হারালো ও যে।

নীরব দিঠে শুধায় যত

পায় না সাড়া মনের মতো,

অবুঝ হয়ে রয় সে চেয়ে

অশ্রুধারায় মজে।

তুমি   আমার কথার আভাখানি

পেয়েছ কি মনে।

এই-যে আমি মালা আনি

তার বাণী কেউ শোনে?

পথ দিয়ে যাই, যেতে যেতে

হাওয়ায় ব্যথা দিই যে পেতে ;

বাঁশি বিছায় বিষাদ-ছায়া

তার ভাষা কেউ বোঝে?

রামচন্দ্র। বেটা রামমোহন আমার মনটা মিছিমিছি খারাপ করে দিয়ে গেল। এ কেমন গোঁয়ার-গোছের ঠাট্টা

এ বাড়ির? শ্যালাদের রসের জ্ঞান একটুও নেই। থেমো না, আর-একটা গান ধরো। একটু দ্রুততালে।

নটীদের গান

না ব'লে যেয়ো না চলে মিনতি করি

গোপনে জীবন মন লইয়া হরি।

সারা নিশি জেগে থাকি

ঘুমে ঢ'লে পড়ে আঁখি,

ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি।

চকিত চমকি বঁধু তোমারে খুঁজি,

থেকে থেকে মনে হয় স্বপন বুঝি।

নিশিদিন চাহে হিয়া

পরান পসারি দিয়া

অধীর চরণ তব বাঁধিয়া ধরি।

(রামচন্দ্র মাঝে মাঝে বাহবা দিতেছেন, মাঝে মাঝে উৎ কণ্ঠিতভাবে দ্বারের দিকে চাহিতেছেন।)

 

উদয়াদিত্যের প্রবেশ

উদয়। উঠে এসো শীঘ্র।