সংযোজন

অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে

সংগীতশূন্য বিষণ্ন মনে

সঙ্গীরিক্ত বধূ দুঃখরাতি

পোহাইল নির্জনে শয়ন পাতি।

সুন্দর হে, সুন্দর হে,

বরমাল্যখানি তারি আনো বহে

তুমি আনো বহে।

অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে

হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে॥

২০। ৯। ৩৪

 

দূরের বন্ধু সুরের দূতীরে

পাঠালো তোমার ঘরে।

মিলনবীণা যে হৃদয়ের মাঝে

বাজে তব অগোচরে।

মনের কথাটি গোপনে গোপনে

বাতাসে বাতাসে ভেসে আসে মনে,

বনে উপবনে,

বকুলশাখার চঞ্চলতায়

মর্মরে মর্মরে।

পুষ্পমালার পরশপুলক

পেয়েছ বক্ষতলে।

রাখো তুমি তারে সিক্ত করিয়া

সুখের অশ্রুজলে।

ধরো সাহানাতে মিলনের পালা,

সাজাও যতনে বরণের ডালা,

মালতীর মালা,

অঞ্চলে ঢেকে কনকপ্রদীপ

আনো তার পথ-'পরে॥

২১। ৯। ৩৪