শাপমোচন

বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ॥

২৯ সেপ্টেম্বর [১৯৩৪]

কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে,

মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে।

সমুখে রয়েছে সুধাপারাবার,

নাগাল না পায় তবু আঁখি তার,

কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে।

আড়ালে আড়ালে শুনি শুধু তার বাণী যে,

জানি তারে আমি তবু তারে নাহি জানি রে।

শুধু বেদনায় অন্তরে পাই,

অন্তরে পেয়ে বাহিরে হারাই,

আমার ভুবন রবে কি কেবলি আধা রে॥

৩০ সেপ্টেম্বর [১৯৩৪]

১০

কোন্‌ গহন অরণ্যে তারে এলেম হারায়ে—

কোন্‌ দূর জনমের কোন্‌ স্মৃতিবিস্মৃতিছায়ে।

আজ আলো-আঁধারে

কখন্ বুঝি দেখি কখন্‌ দেখি না তারে।

কোন্‌ মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে।

ধরা-অধরার মাঝে

ছায়ানটের রাগিণীতে আমার বাঁশি বাজে।

বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে

জানি নে মন পাগল করে কিসে—

কোন্‌ নটিনীর ঘূর্ণি আঁচল লাগে আমার গায়ে॥

৩০ সেপ্টেম্বর ১৯৩৪