সংযোজন

নমো হে, নমো নমো।

তোমার কটাক্ষের ছন্দে মেনকার মঞ্জীরবন্ধে

জেগে ওঠে গুঞ্জন মধুকরগঞ্জন

নমো হে, নমো নমো॥

[ পানাদুরা। সিংহল

২৬ মে ১৯৩৪]

 

হে সখা, বারতা পেয়েছি মনে মনে

তব নিশ্বাসপরশনে,

এসেছ অদেখা বন্ধু

দক্ষিণসমীরণে।

কেন বঞ্চনা কর মোরে,

কেন বাঁধ অদৃশ্য ডোরে,

দেখা দাও দেহমন ভ'রে

মম নিকুঞ্জবনে।

দেখা দাও চম্পকে রঙ্গনে,

দেখা দাও কিংশুকে কাঞ্চনে।

কেন শুধু বাঁশরীর সুরে

ভুলায়ে লয়ে যাও দূরে,

যৌবন-উৎসবে ধরা দাও

দৃষ্টির বন্ধনে।

১৭ সেপ্টেম্বর ১৯৩৪

বঁধু, কোন্‌ মায়া লাগল চোখে।

বুঝি স্বপ্নরূপে ছিলে চন্দ্রলোকে।

ছিল মন তোমারি প্রতীক্ষা করি

যুগে যুগে দিনরাত্রি ধরি,

ছিল মর্মবেদনঘন অন্ধকারে—

জন্ম জনম গেল বিরহশোকে।