প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
মধুসূদন। না, আর তোমাকে আদেশ করব না। তুমি আপন ইচ্ছাতে আমার কাছে এসো। নিজে থেকে কি তুমি আমার কাছে আসবে না, বড়োবউ?
কুমুদিনী। তুমি আদেশ করলে আমার কর্তব্য সহজ হয়। আমি নিজে ভেবে কিছু করতে পারি নে।
মধুসূদন। বেশ! তবে তুমি তোমার গায়ের ওই চাদরখানা খুলে ফেলো।
কুমুদিনী গায়ের চাদর নামিয়ে রাখল
আশ্চর্য সুন্দর তুমি!
কুমুদিনী। আমাকে তুমি মাপ করো, দয়া করো।
মধুসূদন। কী দোষ করেছ যে তোমায় মাপ করতে হবে?
কুমুদিনী। এখনো আমার মন তৈরি হয় নি। আমায় একটুখানি সময় দাও।
মধুসূদন। কিসের জন্য সময় দিতে হবে বুঝিয়ে বলো!
কুমুদিনী। ঠিক বলতে পাচ্ছি না। কাউকে বুঝিয়ে বলা শক্ত!
মধুসূদন। কিছুই শক্ত না! তুমি বলতে চাও, আমাকে তোমার ভালো লাগছে না।
কুমুদিনী। তোমাকে ফাঁকি দিতে চাই না বলেই বলছি — আমাকে একটু সময় দাও।
মধুসূদন। সময় দিলে কী সুবিধে হবে শুনি? তোমার দাদার সঙ্গে পরামর্শ করে স্বামীর ঘর করতে চাও? তোমার দাদা তোমার গুরু? সে যেমন চালাবে তুমি তেমনি চলবে?
কুমুদিনী। হাঁ! আমার দাদা আমার গুরু!
মধুসূদন। তাঁর হুকুম না হলে বিছানায় শুতে আসবে না, কেমন? তা হলে টেলিগ্রাম করে হুকুম আনাই,
রাত অনেক হল!
কুমু যেতে উদ্যত
যেয়ো না বলছি!
কুমুদিনী। কী চাও বলো।
মধুসূদন। এখনি কাপড় ছেড়ে এসো, পাঁচ মিনিট সময় দিচ্ছি।
কুমুদিনী। দরকার নেই, এই আমার আটপৌরে কাপড়। এখন কী করতে চাও আমাকে বলো।
মধুসূদন। বড়োবউ, তোমার মন কি পাথরে গড়া?
হাত ধরে সবলে নাড়া দিয়ে
তুমি কি কিছুতে আমাকে সইতে পাচ্ছ না? কিছুতে আমার কাছে ধরা দেবে না? আমাকে কোনোমতেই সইতে পারছ [ না ]? আচ্ছা, যাও, যাও, তোমার দাদার কাছে যাও! কালই যেয়ো। কী, চুপ করে রইলে যে!
যেতে চাও না?