যোগাযোগ

রোমাঞ্চিত হয়!

বেঙ্কট। সহর্ণের্ঘঃ।

 

নস্যগ্রহণ

 

ব্যস্ত হয়ে

 

মধুসূদন। কী মানে?

নবীন। স্বামীজি, অর্থটা কী বলে দিন।

বেঙ্কট। লিখনমিদং।

 

একখানা কাগজ দিল নবীনকে

 

মধুসূদন। তুমি পড়ে দাও।

নবীন। অল্প যে একটু সংস্কৃত জানি তাতে দেখছি ভৃগুমুনি বলছেন, জাতকের ঘরে সম্প্রতি নববধূ-সমাগম, লক্ষ্মী-স্বরূপিণী। কী আশ্চর্য! কী আশ্চর্য! মনে আছে তো দাদা, বউরানী আমাদের ঘরে আসতে-না-আসতেই একদিনে মুনফা ফেঁপে উঠল।

বেঙ্কট। সাম্প্রতম্‌ কুপিতা লক্ষ্মীঃ।

নবীন। কী বল স্বামী? কুপিতা? সেই রকমটাই তো দেখা যাচ্ছে। লোকসান তো শুরু হয়েছে।

 

ব্যস্ত হয়ে

 

মধুসূদন। এখন কী করতে হবে বলে দাও।

বেঙ্কট। প্রপরাপসংনির্‌দুর্‌ অভি অধি উপ আং।

ঝুঁকে পড়ে

 

মধুসূদন। কী হল, কী হল, কী বলছে?

বেঙ্কট। মনস্তুষ্টিঃ নাতিবিলম্বেন।

নবীন। ভৃগুমুনি লিখে দিয়েছেন বুঝি?

বেঙ্কট। এবমেব।

নবীন। দাদা, লক্ষ্মীর মন অবিলম্বে প্রসন্ন করতে হবে। ভাবনা কী! আমরা সকলে মিলে উঠেপড়ে লাগব। দাদা, আর দেরি নয়।

মধুসূদন। দেখো নবীন, তোমরা রজবপুরে যাওয়া বন্ধ করে দাও।